Main Menu

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে, যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-


প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ যুবদলের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে  শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী যুবদল রেল গেইট প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গন এসে শেষ হয়। পরে জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনের সভাপতিত্বে এক  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার খোকন প্রমুখ।


Shares