Main Menu

শিক্ষা সংস্কৃতির মত ক্রীড়ার শহরও হবে ব্রাহ্মণবাড়িয়া– মোকতাদির চৌধুরী এমপি

+100%-


পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়া ক্ষেত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এক্ষেত্রে জনগণের যে আগ্রহ-উদ্দীপনা আছে তা অব্যাহত থাকলে শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যবাহী এ শহর ক্রীড়ার শহরেও পরিণত হবে। তিনি স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ্যডটাচ্ কাপ ২য় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ২জন উদীয়মান ক্রিকেটার অনুর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে আরো বড় অবদান রেখে ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জ্বল করবে।
জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল কাশেম, এডভোকেট সৈয়দ আবদুল কবির তপন, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ আসলাম, কোষাধ্যক্ষ সাফায়েত জামিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য মোস্তাক আহমেদ।
খেলায় কসবা উপজেলা ক্রিকেট একাদশ ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়াকে ৮রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টি-২০’র এই ম্যাচে কসবা উপজেলা একাদশ প্রথমে ব্যাট করে ৯উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়া সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কসবা উপজেলা ক্রিকেট একাদশের মাসুদ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার লোহান। খেলা পরিচালনা করেন মাইনুল হোসেন চপল ও নাসিরউল্লাহ টোটন। ধারা বর্ণনায় ছিলেন কাউসার আহমেদ।






Shares