Main Menu

ইভটিজিং এর প্রতিবাদ করায় মসজিদসহ দোকানপাট ও বাড়িঘর ভাংচুর, আহত ৩

+100%-

প্রতিবেদক : ইভটিচিং এর প্রতিবাদ করা এবং অভিবাবকের কাছে নালিশ দেয়ায় মসজিদসহ কমপক্ষে ২০টি দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করেছে পৌর এলাকার কাজীপাড়ার একদল বখাটে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়ার ভাওয়াল দীঘির পাড়ে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজীপাড়ার দানা মিয়ার ছেলে তাকবির ও তার বন্ধুরা মধ্যপাড়া এলাকার জুহুরুল ইসলামের ৭ম শেণীর ছাত্রী মিতুল (১১) কে প্রায়ই রাস্তায় উত্তক্ত করত। বৃহ্স্পতিবার বিকেল ৩ টার দিকে মিতুল তার বড় ভাই শাবনুলকে নিয়ে প্রাইভেট থেকে ফেরার পথে বখাটেরা বাজে মন্তব্য করে । শাবনুল এর প্রতিবাদে করে বখাটেদের অভিভাবকের কাছে নালিশ করে। এতে ক্ষিপ্ত হয়ে তাকবির ও তার বন্ধু সাগর, হানিফ, হাসান, ওমর, শাহেদসহ আরো ১৫-২০ জন যুবক সন্ধ্যা ৮ টার দিকে ভাওয়াল দীঘির পাড় এলাকায় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা এসময়  ৮ টি দোকান সহ প্রায় ২০ টি বাড়িঘরে হামলা চালায়। তারা ভাওয়াল দীঘির পাড়ে অবস্থিত একটি টিনের মসজিদেও হামলা চালায়। এ সময় বাধা দিতে গিয়ে অপু, মাহফুজ, আল-আমিন গুরুত্বর আহত হয়েছে। এদের মধ্যে অপুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বাকি দুজন জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






Shares