Main Menu

নানা আয়োজনের মধ্য দিয়ে,ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ৯৩তম জন্মদিবস ও শিশুদিবস পালিত

+100%-

শামীম উন বাছির ঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।


রবিবার সকালে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।

 

জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য  রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান, প্রেস কাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। এদিকে জেলার আখাউড়া, কসবা, নাসিরনগর, আশুগঞ্জ, নবীনগর ও বিজয়নগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।






Shares