Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হয়নি: পত্রিকায় আগুন

+100%-


মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ডাকা সোমবারের হরতাল পালিত হয়নি। হরতালের সমর্থনে কোথাও মিছিল পিকেটিং লক্ষ্য
করা যায়নি। পিকেটিং না হওয়ায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শহরের অফিস আদালত, স্কুল-কলেজ খোলা ছিল। ব্যাংকে লেনদেন হয়েছে। সকাল থেকেই শহরে রিক্সা চলাচল করে। ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া জেলার আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিকভাবে চলে।শহরের গুরম্নত্বপূর্ণ স্থানগুলোতে ভোর থেকেই পুলিশ অবস্থান নেয়।

হরতাল বিরোধী মিছিলকারীরা নয়াদিগন্ত ও আমারদেশ পত্রিকায় আগুন ধরিয়ে দেয়।

বেলা সাড়ে ১০টায় শহরে হরতাল বিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা অবৈধ হরতালকারীদের প্রতিহতের ঘোষণা দিয়ে বিভিন স্লোগান দেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর আধুনিক সুপার মার্কেটের সামেন এসে শেষ হয়। পরে মিছিলকারীরা নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকায় আগুন ধরিয়ে দেয়।






Shares