Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী কালিবাড়ীতে চুরি

+100%-


সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলার হিন্দু সম্প্রদায়ের প্রধান মিলন কেন্দ্র আনন্দময়ী কালিবাড়ীতে চুরি হয়েছে। চোরেরা কালিবাড়ীর তিনটি কলাপসিবল গেইট ভেঙ্গে কালি মন্দির ও রামকৃষ্ণ মন্দিরের ত্রিশুল, খোল-করতাল, পিতলের তৈজস পত্র ও প্রণামী বাক্সের টাকা পয়সাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতের যে কোন সময়ে।
কালীবাড়ি সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোন এক সময় চোরেরা কালীবাড়িতে হানা দেয়। মন্দির কর্তৃপক্ষ জানায় চোরেরা প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
খবর পেয়ে সকালে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা পূজা উৎযাপন কমিটির মন্দির সংস্কার ও সংরক্ষণ বিষয়ক সম্পাদক প্রাণতোষ কুমার পাল চুরির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কয়েকদিন পরপর এ ধরণের চুরি আমাদের হতাশ করে তোলছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরী।






Shares