Main Menu

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া,মোমবাতি প্রজ্জলন মিছিল ও সমাবেশ

+100%-

মনিরুজ্জামান পলাশ : একাত্তরের খুনীদের ফাঁসির দাবীতে ক্রমশই উত্তাল হয়ে উঠেছ ব্রাহ্মণবাড়িয়া। গণসঙ্গীত আবৃত্তি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন আর শ্লোগানে শ্লোগানে কুখ্যাত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে  শুক্রবার মুখরিত ছিল পুরাতন কাচারী প্রাঙ্গন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন রাস্তায় ফুল দিয়ে মানচিত্র ও জাতীয় পতাকা এঁকে ৭১’র খুনী য্দ্ধুাপরাধীদের ফাঁসির দাবীতে শ্লোগান তুলে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে উদীচী শিল্পী গোষ্ঠি, যুব সংগ্রাম কমিটি শুক্রবার পৌর সুপার মার্কেট প্রাঙ্গনে গণসঙ্গীত ও মিছিলের আয়োজন করে। এদিকে ভাদুঘর তরুণ সমাজের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী করে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। জনতার মঞ্চে  মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রেখেছে বিজয় মঞ্চ ৭১।

এছাড়াও শহরের পশ্চিম মেড্ডা পীরবাড়ি বাজার এলাকায় যুব সমাজের উদ্যোগে  কুখ্যাত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে  শুক্রবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭১, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি আলপনা এঁকে যুবকরা এর উপর মোমবাতি প্রজ্জলন করে প্রতিবাদ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী জানান।






Shares