Main Menu

মোবারকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন জমা

+100%-

মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বহিস্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।১২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। ওই দিন পর্যন্ত মোবারকের জামিন মঞ্জুর করা হয়েছে। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন ও গণহত্যাসহ  মানবতাবিরোধী পাঁচ ধরনের অপরাধের অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানী বাহিনীর সহযোগী রাজাকার ক্যাম্পের কমান্ডার হিসেবে মানবতাবিরোধী অপরাধ করেছেন মোবারক হোসেন।

উল্লেখ্য, মোবারক হোসেন উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক ছিলেন। এ বছরের ১১ জুলাই বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের নির্দেশ দেন। এর পর গত ২৮ জুলাই পুলিশ পরিদর্শক শ্যামল চৌধুরী নেতৃত্বে ৫ সদস্যের আইসিটি তদন্ত দল আখাউড়ায় আসেন। এসময় বিভিন্নস’ান ঘুরে তার যুদ্ধাপরাধের প্রমান পান তারা।



« (পূর্বের সংবাদ)



Shares