Main Menu

হরতালের সমর্থনে আইনজীবী ফোরাম

+100%-
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বি.এন.পির সভাপতি সাবেক এমপি এম ইলিয়াছ আলীকে সরকারের প্রত্যক্ষ সহযোগীতা সরকারী বাহিনী কর্তৃক অপহরন পূর্বক গুম করার প্রতিবাদ কেন্দ্রীয় বি.এন.পি কর্তৃক ২ দিনের হরতাল কর্মসূচীর ২য় দিন সোমবার হরতালে সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্ট প্রাঙ্গনে জেলা জাতীয়তাবাদী  আইনজীবি ফোরামের উদ্যোগে সকাল ১১.০০ ঘটিকায় এক বিক্ষোভ মিছিল কোর্ট প্রাঙ্গন কয়েকবার ঘুরে জেলা জজ কোর্ট ক্যান্টিনের সামনে এক সামবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এডঃ শফিকুল ইসলাম এবং সভায় সার্বিক পরিচালনা করেন ফোরামের সহ-সভাপতি আলহাজ্ব এডঃ গোলাম সারওয়ার খোকন। সভায় বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এডঃ এ এ মান্নান, এডঃ এম.এ করিম, আইনজীবি সমিতির সাধারণ সম্পাক এডঃ ফখর উদ্দিন আহমেদ খাঁন এডঃ আনিছুর রহমান মঞ্জু, এডঃ ইসমত আরা সুলতান, এডঃ মোঃ দুলাল মিয়া, এডঃ জাহাঙ্গীর আলম, প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও আরও দেড় শতাধিক আইনজীবি উক্ত বিকেষাভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। সভায় বক্তার বলেন- সরকার ইলিয়াছ আলীকে গুম করে এদেশের  গণতন্ত্র ও সংবিধানের উপর কঠোর আঘাত এনেছে। যতদিন পর্যন্ত না সরকার এম ইলিয়াছ আলী ও তার  ড্রাইভার কে  তাহাদের পরিবারের কাছে ফিরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। (খবর বিজ্ঞপ্তির)

Shares