Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে মুজিব নগর দিবস পালন

+100%-
বাঙ্গালীর স্বাধীনতার স্বপ্ন পূরণ, মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করা ও বিশ্বজনমত সৃষ্টির জন্য মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১২ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ, প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মোঃ আবদুর রাজ্জাক মীর বলেন, মুজিবনগর সরকারের আদর্শ অনুসরন করার মাধ্যমে বাংলাদেশকে সোনার  বাংলায় পরিণত করা সম্ভব। উক্ত আলোচনা সভায় ঐতিহাসিক মুজিব নগর সরকারের উপর প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ  মোশাররফ হোসাইন। শিক্ষক পরিষদের সম্পাদক ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর  মোঃ মোজাম্মেল হক, প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সালাহউদ্দিন সেখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ তারিকুল ইসলাম (খবর বিজ্ঞপ্তির)






Shares