Main Menu

ভেজাল চাটনি ও আচার কারখানার সন্ধান

+100%-

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল বিরোধী অভিযানে মঙ্গলবার ভেজাল চাটনি ও আচার কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। শহরের ফারুকিবাজার  এলাকায় দিলীপ সাহা দীর্ঘদিন ধরে প্রিয় ফুড প্রডাক্টস নামক একটি  ফ্যাক্টরিতে শরীরের জন্য ক্ষতিকর ক্যামিকেল, গো-খাদ্য চিটাগুড়, পঁচা তেতুল, লবন ইত্যাদি জিনিস দিয়ে তৈরী বার্মিজ আচার ও  চাটনি তৈরী ও বাজারজাত করে আসছিল।  নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী গোপন সূত্রে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সৈয়দ আবু সারোয়ার ও একদল পুলিশ নিয়ে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল চাটনি, আচার ও আচার তৈরীর সরঞ্জামসহ প্রায় ১ লাখ টাকার মালামাল উদ্ধার করেন। সরঞ্জামাদি জব্দ এবং উদ্ধারকৃত মালামাল আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।ভ্রাম্যমান আদালত দিলীপ সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করে।






Shares