Main Menu

চিলোকুট গ্রামে বজ্রপাতে বালকের মৃত্যু

+100%-

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামে বজ্রপাতে এক বালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সে মারা যায়। নিহত ওই বালকের নাম আরিফ (১১)। সে চিলোকুট গ্রামের আল-আমিন মিয়ার পুত্র।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে সাদেকপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র আরিফ বন্ধুদের নিয়ে পাশের বাড়িতে আম কুঁড়াতে গেলে বজ্রপাতে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বজ্রপাতে এক বালকের মারা যাওয়ার খবর শুনেছি।


Shares