Main Menu

পৌরসভার উদ্যোগে লাইসেন্স বিহীন রিক্সা আটক অভিযান শুরু

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শহরের যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্স বিহীন রিক্সার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। গতকাল শহরের তোফায়েল আজম মনুমেন্ট (মঠের গোড়া), কুমারশীল মোড়, দক্ষিণ কালীবাড়ী মোড় ও টি,এ রোডে লাইসেন্স বিহীন রিক্সার বিরুদ্ধে অভিযান চালানু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে ১শ৯২টি লাইসেন্স বিহীন রিক্সার গদি আটক করা হয়। পুলিশের সহায়তায় এ অভিযানে নেতৃত্বদেন পৌরসভার লাইসেন্স পরিদর্শন তাজুল ইসলাম। পৌর কর্তৃপক্ষ জানায় এ অভিযান অভ্যাহত থাকবে।


Shares