Main Menu

বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজে শহীদ মিনার উদ্ধোধন

+100%-

 

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজে নবনির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী। এসময় তিনি কলেজের ছাত্রাবাস কাম মার্কেটেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উদ্ধোধনের সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.তাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মো.মকবুল হোসেন, সদর উপজেলা বিআরডিবি’র সভাপতি ও কলেজের গভর্নিং বডির সদস্য এম.এ.এইচ.মাহাবুব আলম, মো.আব্দুল হাই, মো.হামিদুর রহমান এবং কলেজের শিক্ষকরা ।কলেজ অধ্যক্ষ মো.মকবুল হোসেন জানান, জেলা প্রশাসনের অর্থায়নে মোট চার লাখ ৪৫ হাজার টাকা ব্যায়ে শহীদ মিনার নির্মিত হয়েছে। তাছাড়া ছাত্রাবাস কাম মার্কেটের নির্মান ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা।Shares