Main Menu

নববর্ষ উদযাপনে তিতাস এর সভা অনুষ্ঠিত

+100%-
গতকাল বেলা ১১ টায় তিতাস সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কার্যালয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তভাষা চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী সদস্য হৃদয় কামালের সভাপতিত্বে সংগঠন সম্পাদক বাছির দুলালের পরিচালনায় বর্ষবরণ উদযাপনের জন্য নানাহ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে থাকবে ১ বৈশাখ ১৪১৯ সকাল ৭ টায় জেলা প্রশাসনের আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ ও সকাল ১০ টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সংগঠনের ১৫ বছর পূর্তি ও বর্ষবরণ উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠান। বর্ষবরণ বাস্তবায়নে উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কে আহবায়ক, অর্থ সম্পাক মাসুদ রানাকে যুগ্ম আহবায়ক ও সাহিত্য সম্পাদক সাঈমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মো ঃ মনির হোসেন, ইমতিয়াজ পলাশ, সাংস্কৃতিক সম্পাদক ভজনা দাস, অনুষ্ঠান সম্পাদক শামীমা বেগম,  সম্পাদক শীপনুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল।


Shares