Main Menu

হেফাজত নিয়ন্ত্রিত কওমি মাদ্রাসায় সাদকা-জাকাত না দিতে মোক্তাদির চৌধুরীর আহবান

+100%-

হেফাজত ইসলাম নিয়ন্ত্রিত কওমী মাদ্রাসায় সাদাকা, খয়রাত, লিল্লাহ, যাকাতসহ অন্যান্য ধরণের সহায়তা না দেওয়ার জন্য আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সাংসদ র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মঙ্গলবার তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ আহবান জানান।

তার ফেসবুক পোস্টটি

” This is our earnest request to government not to allow qoumi madrasas open.Side by side our request to our brotheren in Islam not to give sadaqa, alms ,lillah n zakat n other sorts of assistance in any qoumi madrasa which is controlled by Hefazat. “

এর বাংলা অর্থ করলে দাড়ায়,, কওমি মাদ্রাসাগুলি যাতে না খোলা যায় সেজন্য সরকারের কাছে আমাদের আন্তরিক অনুরোধ। হেফাজতের নিয়ন্ত্রিত যে কোন কওমী মাদ্রাসায় সাদাকা, ভিক্ষা, লিল্লাহ, যাকাত, অন্যান্য ধরণের সহায়তা না দেওয়ার জন্য আমাদের ইসলামধর্মী ভাইদের কাছে অনুরোধ রইল।

তার এই স্ট্যাটাসে ৯৭ জন তাদের মন্তব্য জানিয়েছেন। প্রায় সকলেই মাদ্রাসায় দান-খয়রাত না করে গরীব দুঃখীদের দেয়ার পক্ষে মন্তব্য করেছেন।






Shares