Main Menu

হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল এর সৌজন্যে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিনামুল্যে অভিনব মানবসেবা কর্মকান্ড

+100%-

হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্রাশনাল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাশ্রম কর্মীদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় বিগত বৎসর সমূহের ধারবাহিতকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর তারিখে নিয়াজ মোহাম্মদ স্টোডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানস্থলে বিনামূল্যে বিভিন্ন মানবসেবা কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি দেশ ও মানুষের ভালোবসার পক্ষে উšে§াক্ত গণ স্বাক্ষর গ্রহণ করা হয়। সকাল ৭ টা থেকে দুপুর ১.২০ মিনিট পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই সেবা প্রদান করা হয়। ৬০০ লিটার বিশুদ্ধ খাবার পানি, ১৪৯জন প্রাপ্ত বয়স্বের রক্তের গ্রুপ পরীক্ষা, বীর মুক্তিযোদ্ধাদের ডায়াবেটিকস পরীক্ষা, উšে§াক্ত রক্তচাপ পরীক্ষা এবং হাজারো অধিক মানুষজনকে চা পান করানো হয়।

শিক্ষার্থী, শিশু কিশোর, বীর মুক্তিযোদ্ধা, নিরাপত্তা বাহিনী, শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষজনদের জন্য বিজয় দিবসের আনন্দের অংশ হিসাবে এটি ছিলো হিউম্যানিটি ফার্স্টের পক্ষ হতে স্বদেশপ্রেমের অংশ হিসাবে একটি প্রয়াস। শীতের কোয়াশামুখর প্রভাতে এই অভিনব মানব সেবা সমূহ গ্রহণ করে মানুষদের মধ্যে ছিলো আন্তরিকতা, কৃতজ্ঞতা এবং স্বদেশপ্রেমের ছোয়া। সেবা গ্রহীতাদের সহযোগীতা ও অংশগ্রহণে সংগঠনের সদস্যদের মধ্যেও ছিলো আত্মতৃপ্তি এবং উৎসাহ। এই সেবায় ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক এখতিয়ার উদ্দিন শুভ এর পরিচালনা এবং পৃষ্ঠপোষক আরশাদুল ইসলামের সহযোগীতায় অংশ নেন যথাক্রমে মো. আশরাফ, দেলোয়ার হুসেন মুন্না, রাশেদুল আলম, শাওন উদ্দিন, সোহান, অয়ন, শেখ আতাউল মাজিদ রাশেদ, নেহাল, রক্তিম আহমদ, মোবারেজ, সোলায়মান, আরাবী, মবিন, জয়সহ ৩৫ জন স্বেচ্ছাসবক। ওয়েব সাইট www.humanityfirst.org






Shares