Main Menu

বর্ণাঢ্য আয়োজনে ৩৫তম ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবস পালিত

হাসপাতালে সুচিকিৎসা কালোবাজারী মুক্ত ট্রেনের টিকিট ও জেলার অবহেলিত সড়ক সেতুর উন্নয়ন দাবি

+100%-

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের স্মৃতির ধারক জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল ১৫ ফেব্র“য়ারী ঐতিহাসিক ৩৫তম ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবস পালিত হয়েছে।
জেলা উন্নয়ন পরিষদের গৃহিত কর্মসূচী অনুসারে সকালে স্থানীয় দানবীর লোকনাথ রায় চৌধুরী কমপ্লেক্স চত্বর হতে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‌্যালী শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে জেলা বাস্তবায়ন দিবস স্মরণে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও জেলা প্রতিষ্ঠার কেক কাটা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ কার্য নির্বাহী কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ্ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দালালমুক্ত পরিবেশে জেলা সদর আধুনিক হাসপাতালসহ সকল ক্লিনিকে ভাল চিকিৎসক দিয়ে জেলাবাসী ও অন্যান্য এলাকা হতে আগত জনসাধারণের সুচিকিৎসা, রোগীদের সাথে নার্সদের ভাল ব্যবহার, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কালোবাজারী মুক্ত পরিবেশে কাউন্টার থেকে সকল ট্রেনের সিটযুক্ত টিকিট পাওয়া নিশ্চিত করতে জেলা সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল ক্লিনিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। পাশাপাশি জেলার সকল নির্বাচনী এলাকার সংসদ সদস্যগণের প্রতি এলাকার দুর্দশাগ্রস্থ সড়ক পুনঃনির্মাণসহ সেতু পাকা করণের আহবান জানিয়ে বক্তব্য রাখেন এড. শেখ জাহাঙ্গীর, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সিনিয়র সহ- সভাপতি তোফাজ্জল হোসেন জীবন, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, যুগ্ম সম্পাদক বাবুল চৌধুরী ও শাহ আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টু, কোষাধ্যক্ষ জাকিরুল হক জাকির, শরীফ আহমেদ খান, সামছুল আলম বাবু, ইকবাল হোসেন, এম এ কে মুরাদ, রতন লাল সাহা, ভজন নন্দী, জনি রায়, আমীর, শাফিউল আলম কাজল, শরীফ আহমেদ, নজরুল আলম, আনিছুর রহমান, ইমুনি ইস্টিয়ান, সামছুদ্দিন জুয়েল, শাহাদাত হোসেন, রাজিবুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে কেক কাটার পূর্বে দেশ ও জাতির উন্নয়ন সমৃদ্ধি এবং ১৯৮৩ সালে জেলা আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলুর বিদেহী আত্মার মাগফিরাত, অসুস্থ নেতা আরমান উদ্দিন পলাশ ও মোখলেছুর রহমান জীবনের শারিরীক সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কাজী মাকসুদুল আলম দেলোয়ার। সভায় পূর্বের সিদ্ধান্ত অনুসারে কোর্ট রোডের স্থলে শহীদ পলু সড়ক নাম করণ দোকানের সাইন বোর্ডে লেখার জন্য পৌর মেয়র এবং ব্যবসায়ীদের প্রতি আহাবন জানানো হয়। পরে জেলা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ অসুস্থ দুই নেতা পলাশ ও জীবনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।






Shares