Main Menu

হাসপাতালের আয়ার উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন

+100%-

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের পারভীন টাওয়ারের মালিক রুনাক সুলতানা পারভীনের বাসায় কাজ করতে রাজী না হওয়ায় বকুল বণিক (৪৮) নামে বেসরকারী হাসপাতালের আয়াকে মারধরের প্রতিবাদে মানবন্ধন করেছে বেসরকারী প্রাইভেট ক্লিনিক কল্যাণ পরিষদ।

HEALTHAIA

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বেসরকারী প্রাইভেট ক্লিনিক কর্মীরা বলেন, শহরেরর কুমারশীল মোড়ে অবস্থিত পারভীন টাওয়ারের মালিক ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রুনাক সুলতানা পারভীন প্রায়শই তার ভবনের ভাড়াটিয়া নিউ সেন্ট্রাল ল্যাব এন্ড ডায়াবেটিক হাসপাতালে কর্মরত আয়া এবং কর্মীদেরকে তার ব্যক্তিগত এবং বাসার কাজে ব্যবহার করার চেষ্টা করে। এতে কেউ রাজী না হলে তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ক্লিনিক কর্মী বকুল বণিককে মারধর করে রুনাক সুলতানা পারভীন।
বক্তরা বকুল বণিকের উপর হামলার ঘটনায় ভবন মালিক রুনাক সুলতানা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।






Shares