Main Menu

স্বাধীনতার স্মৃতি বিজরিত ব্রাহ্মণবাড়িয়ায় কোন রাজাকার বা তার পরিবারের কেউ মেয়র নির্বাচিত হতে পারবে না — বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

+100%-

ডেস্ক ২৪::  সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সড়কবাজারে ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

nkabir73161

সড়কবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, মহিলা আওয়ামীলীগ নেত্রী মিনারা আলম প্রমুখ। সভা পরিচালনা করেন চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের, সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীর, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়া, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শিউলী আজাদ, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি বিষ্ণুপদ দেব, আওয়ামী লীগ নেত্রী রেহেনা বেগম রানী, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, জেলা যুব মহিলালীগের সভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাল, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সড়ক বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মাহমুদুল্লাহ্, জগত বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, আনন্দবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, টান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল হক, নিউমার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি সাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএফএর কেন্দ্রীয় কমিটির পরিচালক জাবেদুল ইসলাম সোহাগ, লাখীবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শিতল দেবনাথ, সাধারণ সম্পাদক চন্দন বণিকসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, স্বাধীনতার স্মৃতি বিজরিত ব্রাহ্মণবাড়িয়ায় কোন রাজাকার বা তার পরিবারের কেউ মেয়র নির্বাচিত হতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোনদিন তা মেনে নিতে পারবে না। তাই জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা করতে হবে। তিনি এ সময় আরো বলেন, বিগত দিন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খালটি সৌন্দর্য বন্দনের নামে যারা এটি ধ্বংস করে দিয়েছে তাদেরকে সঠিক জবাব দেওয়ার সময় এসেছে। ভোটের মাধ্যমে আপনারা এটি নিশ্চিত করবেন।

শুভেচ্ছা বক্তব্যে মেয়র প্রার্থী নায়ার কবীর বলেন, আমি আপনাদের সকলের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা আগামী ২০ মার্চ আমাকে নৌকা প্রতীকে দিয়ে ভোট দিয়ে সহযোগিতা করুন। আমি আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করি। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares