Main Menu

সোমবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

+100%-

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের এ বছরও সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে শুরু হচ্ছে তিনদিনব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭”।

সোমবার বিকাল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক করিম বিন আনোয়ার। জেলা প্রশোসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশোষ অতিথি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের আল মামুন সরকার।






Shares