Main Menu

সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যাবস্থা প্রতিষ্ঠিত না হলে জঙ্গীবাদ দমন হবে না—ইসলামী অান্দোলন বাংলাদেশ

+100%-

13918731_1642170076098024_219794616_o
ইসলামী অান্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দ বলেছেন, দেশে পাঠ্যসূচি ইসলামভিত্তিক ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা না হলে জঙ্গিবাদ দমন হবে না । তাঁরা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাস নির্মূল করতে হবে, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে কখনো সন্ত্রাস বন্ধ হবে না বরং সন্ত্রাস বাড়বে ছাড়া কমবে না । সন্ত্রাস বা জঙ্গিবাদ দমন করতে হলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে । সন্ত্রাস, জঙ্গীবাদের বিরোদ্ধে ও বিতর্কিত শিক্ষানীতি বাস্তবায়নে প্রণীত শিক্ষাঅাইন এবং সর্বনাশা হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী সিলেবাস বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী অান্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার অায়োজনে শুক্রবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন । সংগঠনের জেলা অাহবায়ক অালহাজ্ব মুসলেহ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে ও ইসলামী শ্রমিক অান্দোলনের জেলা সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদুল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অাইএবি’র সাবেক জেলা সভাপতি মাওঃ অাবুল কালাম অাজাদ, সাবেক সহ-সভাপতি অালহাজ্ব সৈয়দ অানোয়ার অাহমদ লিটন ও মাওঃ গাজী নিয়াজুল করীম, সদস্য সচিব মুহাম্মদ ওবাইদুল হক, ই. শা. ছাত্র অান্দোলনের জেলা সভাপতি শেখ ইহতেশাম বিল্লাহ অাজিজী ও সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক এইচ এম হাবীবুল্লাহ প্রমূখ ।






Shares