Main Menu

সাব স্টেশনে অগ্নিকাণ্ড :: শুক্রবার থেকে কমে যাবে বিদ্যুতের লোডশেডিং

+100%-

শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিদ্যুতের লোডশেডিং কমে যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাবস্টেশনের কন্ট্রোল ট্রান্সফর্মার এ যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এতে সেখানে আগুন লেগে যায়। ফলে বন্ধ হয়ে যায় শহরের অধিকাংশ সহ সদর উপজেলার পল্লী বিদ্যুতের সংযোগ, বিজয়নগর, নবীনগর, কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ। পরে অন্যান্য জায়গায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা গেলেও পৌর এলাকার ভাদুঘর, গোকর্ণঘাট ও নবীনগর উপজেলার বড়াইলে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়নি। বিকল্প ব্যবস্থায় ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করার কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ব্যবহৃত সাবস্টেশনের ট্রান্সফর্মারের উপর চাপ বেড়ে যায়। ট্রান্সফরমার বিকল হওয়ার আশঙ্কায় লোডশেডিং দিয়ে সরবরাহ সচল রাখা হয়। ফলে গরমের মধ্যে শহরবাসীর ভোগান্তি বেড়ে যায়। দুর্ঘটনার পরপরই বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা কাজ শুরু করে দেয়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলে মেরামত কাজ। এ কাজ শেষ হয়ে যাওয়ায় আগামীকাল শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান।






Shares