Main Menu

সরকার অটিস্টিক প্রতিবন্ধিদের উন্নয়নে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)

+100%-

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো:আলমগীর হোসেন বলেছেন,অটিষ্টিক বা প্রতিবন্ধি শিশুদের লেখাপড়া খেলাধূলা সহ বিভিন্ন বিষয়ে সরকার নানামুখী প্রকল্প গ্রহন করেছে।প্রতিবন্ধি অটিষ্টিক শিশুরা এখন আর সমাজরে বুজা নয়।প্রতিবন্ধিরা দেশ বিদেশে খেলাধুলা ,শিক্ষা সহ বিভিন্ন কমৃকান্ডে অংশ নিয়ে দেশের সুনাম অর্জন করছে।

তিনি শনিবার সকালে জলো ক্রীড়া অফিসের উদ্যোগে স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় বোিিডং মাঠে অটিষ্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনি অনুষ্টানে প্রধঘান অতিথির বক্তব্যে একথা বলেন।সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া াফিসার মো;জাহাঙ্গীর হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল কাশেম,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান।অনুষ্টানে ২টি বিদ্যালয়ের ১২০জন শিক্ষার্থী ৮টি ইভেন্টে অংশ নেয়।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।






Shares