Main Menu

আর্ন্তজাতি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস

সমাজে অনেক প্রতিকূলতার ভেতর নারীকে এগিয়ে যেতে হয় –পৌর মেয়র নায়ার কবীর

+100%-

m12মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে আর্ন্তজাতি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে পৌর এলাকার নারী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউজিপ-৩ এর ফ্যাসিলেটর ফারহানা তাহির, নারী নেত্রী কল্পনা আক্তার, আমেনা বেগম, কুহিনুর বেগম প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, নারীদের উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করছে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে নারীদের অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। কিন্তু এখনো দেশের বিভিন্নস্থানে নারীরা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে।
সমাজে অনেক প্রতিকূলতার ভেতর নারীকে এগিয়ে যেতে হয়। সমাজে যে সমস্ত নারী আজ একটু অগ্রসর তারা অনেক লড়াই সংগ্রাম করেই আজকের জায়গায় পৌছেছেন। তাদের এগিয়ে যাওয়ার পথ মোটেই মসৃন ছিল না। তবে মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য তার পরিবার বিশেষ করে তার মা বাবাকে অবশ্যই সঠিক দায়িত্ব নিতে হবে।প্রেস রিলিজ






Shares