Main Menu

সমাজের শান্তি শৃংখলা রক্ষায় সকলকে একে অপরের উপর শ্রদ্ধাশীল, ভাতৃত্ববোধ সম্পন্ন,সহনশীল মনোভাবের পরিচয় দিতে হবে ::মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

20151126_175217ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন তুচ্ছ ঘটনার জের ধরে গোষ্ঠিগত দাঙ্গা বা গ্রামে গ্রামে ঝগরা ব্রাহ্মণবাড়িয়ার সুনাম ও ঐতিহ্যর মধ্যে এক কলঙ্কের দাগ। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায়ই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় এসব দাঙ্গা ফাসাদের খবর দেশ বাসীর কাছে ব্রাহ্মণবাড়িয়ার সুনামকে ক্ষুন্ন করে। তিনি বলেন আমাদের সমাজের কিছু মানুষ না বুজে এসব সমস্যা তৈরী করে আবার অনেক সময় কিছু স্বার্থনেশী সুযোগ সন্ধ্যানী মানুষ ছোট খাটো ঝগরা বৃহৎ করে তোলে নিজ স্বার্খে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। এসব স্বার্থনেশী মানুষ সর্ম্পকে সকলকে সজাগ থকাতে হবে।

মেয়র গতকাল বিকালে পৌরসভার আমিনপুর-ছয়বাড়িয়ার মধ্যকার বিরোধ নিস্পত্তিকল্পে এক শালীসী সভায় সভাপতির উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন ব্রাহ্মণবাড়িয়ার সুনাম ও এতিহ্য ধরে রাখতে হলে ঝগরা-ফাসাদ, দাঙ্গা হাঙ্গামার শুরু থেকেই বন্ধ করতে হবে। সমাজের শান্তি শৃংখলা রক্ষায় সমাজের সকল মানুষকে একে অপরের উপর শ্রদ্ধাশীল, ভাতৃত্ববোধ সম্পন্ন, সহনশীল মনোভাবের পরিচয় দিতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমিশনার মোঃ ফেরদৌস মিয়া, বিশিষ্ট শালিশ কারক তাজ মোঃ ইয়াছিন, পৌর কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, এড. মাহবুবুবল আলম খোকন, হাজী ডাঃ মোঃ ইয়াকুব আলী, মোঃ হিরন মিয়া, মোঃ ফারুক আহমেদ, ফরিদ মিয়া, জজ মিয়া, সাবেক কমিশনার হাফিজুর রহমান, আনিছুর রহমান, হাসু মিয়া প্রমুখ। প্রেস রিলিজ






Shares