Main Menu

সদরের ১০ ইউপির ৪টিতে নৌকা, ৪টিতে বিদ্রোহী ও ২টি বিএনপির

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল

মজলিশপুরে বিএনপি সমর্থিত মোঃ কামরুল হাসান (অটোরিক্সা) প্রতীকে পেয়েছেন ৪৪৪৬ ভোট। নিকটতম মোঃ তাজুল ইসলাম (নৌকা) ৩৮৭৪।

সুহিলপুরে আবদুর রশিদ ভূঞা (নৌকা) ৯২৯৫ নিকটতম কামরুজ্জামান খান (ঘোড়া) ৬২৯৫ ভোট।

বুধল ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) প্রার্থী আতিকুর রহমান (মোটর সাইকেল) প্রতীকে ২৮১৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদন্ধী আব্দুল হক (নৌকা) ২৮১০।

তালশহর পূর্ব ইউপিতে বিএনপির মনিরুল ইসলাম (চশমা) ৩৯৬১ আব্দুস সালাম (নৌকা) ২৪৭২। মনিরুল হেফাজতে ইসলামের মামলায় বর্তমানে জেলে রয়েছেন।

নাটাই উত্তরে বিদ্রোহী প্রার্থী আবু ছায়দে (চশমা) ৪৪০৯ ভোট পেয়েছেন। নিকটতম হয়েছেন হাববিুল্লাহ বাহার (নৌকা) ৩৯৭৩ ভোট।

সাদেকপুরে মোঃ নাছির উদ্দিন (নৌকা) ৩৪৩৩ ভোট।নিকটতম মজিবুর রহমান (মোটর সাইকেল) ২৮৩৭ ভোট।

রামরাইলে আওয়ামীলীগ (বিদ্রোহী) মোঃ মশিউর রহমান সেলিম (আনারস) প্রতীকে ৭২০৮ ভোট। নিকটতম হয়েছেন অপর বিদ্রোহী শাহীন ভূইয়া (ঘোড়া) ৪৬৩২ ভোট।

সুলতানপুরে শেখ ওমর ফারুক (নৌকা) ৭৮১৭ ভোট। নিকটতম শেখ মহসিন (আনারস) ৬৭৭৮ ভোট।

মাছিহাতায় আল আমিন (নৌকা) ১৪০১৯, নিকটতম মোঃ মাছুম (আনারস) ২৪২৯ ভোট।

বাসুদেব ইউপিতে আওয়ামীলীগ (বিদ্রোহী) আব্দুল হাকিম মোল্লা (আনারস) ৫৯১১ ভোট। নিকটতম মোঃ এম আলম ভূইয়া (নৌকা) ৫৭৯২ ভোট।






Shares