Main Menu

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোকাঞ্জলি স্মরণিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

শোকাবহ আগস্টের শোক-চেতনা শাণিত করে জঙ্গিবাদকে আমরা রুখবোই ইনশাল্লাহ্:: মোকতাদির চৌধুরী এমপি

+100%-

slপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ১৫ আগস্টের নিমর্ম হত্যাকান্ডের পর বাংলাদেশের ইতিহাসের যে অন্ধকার যুগের সূচনা হয়েছিল তার দীর্ঘদিন চলার পর অন্ধকার যুগ পেরিয়ে আলোর পথে চলবে এটাই স্বাভাবিক। আর এই আলোক ধারার সাহসী উদ্ভোধক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরপরেও চক্রান্ত থেমে নেই। এ দেশের স্বাধীনতা বিরোধী চক্র জঙ্গিবাদ নামক বিষবাষ্প ছড়িয়ে আবার দেশের অগ্রগতি ও কল্যাণ রাজনীতিকে ব্যাহত করছে।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা ১৫ আগস্টে শাহাদাৎ বরণ করেছেন তাদের স্মৃতি উদ্দেশ্যে শোকাঞ্জলি নামক স্মরণিকা প্রকাশ করায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, সকল অপশক্তি মোকাবেলায় ও জনকল্যাণকর সকল কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। তিনি গত বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রকাশনায় শোকাবহ আগস্ট উপলক্ষ্যে শোকাঞ্জলি স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ সভাপতি এডঃ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আইনজীবি সমিতির সভাপতি সারোয়ার ই আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, কবি জয়দুল হোসেন, পিটিআই’র সাবেক সুপারিনটেন্টডেন্ট জেসমিন খানম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আব্দুল খালেক বাবুল প্রমুখ।

জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আনার, জাহাঙ্গীর আলম, বিটিভি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহানুর ইসলাম, সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ সহিদুল ইসলাম, বুধল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহেদ আলী, যুবলীগ নেতা গোলাম মোস্তফা রাফি, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমেদ, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুমেল আল ফয়সল, জামাল হোসেন, মুক্তার হোসেন জাকির, বিজয়কৃষ্ণ মল্লিক, মনিরুজ্জামান ভূইয়া শিপু, আশরাফুল আলম খান, আহমেদুল কবির রাজিব, মোঃ সফিউল্লাহ্, জামাল খা, রাজন আহমেদ পিয়াস, মফিজুল হক ভূইয়া মামুন, এডঃ কামরুজ্জামান অপু, দক্ষিণ কুরিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভন।প্রেস রিলিজ






Shares