Main Menu

শিশুদের রোগ প্রতিরোধে ভিটামিট এ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরী:: পৌর মেয়র নায়ার কবীর

+100%-

vitamina+

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের গোকর্ণঘাট গ্রামে পৌর কাউন্সিলর ফেরদৌস মিয়ার বাড়িতে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ হাসিনা আকতার, ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল কাদির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোঃ কাসউার আহমেদ, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব ফেরদৌস মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা বেগম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ মিয়া, মোঃ আবু সাঈদ প্রমুখ।

ক্যাম্পেইনের উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, শিশুদের রোগ প্রতিরোধে ভিটামিট এ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরী। তিনি আরো বলেন, ভিটামিন এ’প্লাস ক্যাপসুল শিশুদের রাত কানা রোগ প্রতিরোধ এবং অন্ধত্ব দূরীকরণ সহ দূর্বল শিশুদের পুষ্টিকর করে। তাই পৌর এলাকার কোন শিশু যেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares