Main Menu

শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পর মাতা-পিতার ভূমিকা অপরিহার্য্য:অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান

+100%-

ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের মাঠে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা গতকাল সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপ-সচিব মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, র. আ. ম উবায়দুল মোকতাদির চৌদুরী মহিলা কলেজের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ লোকমান হোসেন, সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শামীম সরকার, কলেজপাড়ার কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জুরু মিয়া সর্দার, স্বপ্নতরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষা পরামর্শক সদস্য এডঃ মোঃ আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সহকারী শিক্ষক সফিকুল ইসলাম দিপু, মোঃ শাহাদাৎ হোসেন, নাঈমা, আইরিন আক্তার, আয়েশা বেগম, খাদিজা বেগম, দিলনূর বেগম, সালেহা চৌধুরী, সালেহা খানম সুমি, আইরিন বেগম, ময়না, বাবলি, আমানুল ইসলাম আমান, এস এম সাহাবুদ্দিন, অনিক, নার্গিস বেগম, সাদ্দাম, এনামুল, শাহীন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares