Main Menu

শিশুদের বিনোদনের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় তৈরী হবে শিশু পার্ক ও শিশু কমপ্লেক্স

+100%-

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৭ ঊদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তফা সারেয়ার, সাহিত্য একাডেমীর সভাপতি, কবি জয়দুল হোসেন, সরাইল ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মানবর্দ্ধন পাল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, মাননীয় সংসদ সদস্য রা.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন জেল এলাকায় শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক ও শিশু কমপ্লেক্স তৈরি হবে।

তিনি শিশুদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করেন।






Shares