Main Menu

সদর উপজেলার শিক্ষা অফিসের শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শারীরিক গঠন এবং দেহ ও মনের সুস্থতায় খেলাধুলার কোন বিকল্প নেই: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন শারীরিক গঠন এবং দেহ ও মনের সুস্থতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষাঙ্গণে পড়ালেখার পাশাপাশি খেলাধুলারও ব্যবস্থা রয়েছে। খেলাধুলা একজন শিক্ষার্থীকে মনের বিষন্নতা দূর করতে এবং সামজিক হতে শিক্ষা দেয়।

তিনি রবিবার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শিক্ষা অফিসের আয়োজনে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারীগরী শিক্ষা-প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০১৭ এবং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টার্চাযের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারীগরী শিক্ষা-প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।






Shares