Main Menu

জেলা উন্নয়ন পরিষদের পরিষদের উদ্যোগে

শহীদ ওবায়দুর রউফ পলুর অমর রক্তস্নাত ঐতিহাসিক ৩৭ তম ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন দিবস পালিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রাক্তণ ছাত্র, জেলা আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলুর অমর রক্তস্নাত ঐতিহাসিক ৩৭ তম ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন দিবস গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ, সদর উপজেলা ও পৌর উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা আন্দোলন ও পলুর স্মৃতির ধারক বাহক ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এবারও দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ২৭ নভেম্বর বুধবার ভোরে জেলার সকল মসজিদ মন্দির গীর্জায় শহীদ ওবায়দুর রউফ পলুর বিদেহী আত্মার মাগফিরাত, দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনায় দোয়া / প্রার্থনা, সকাল ৭টায় জেলা উন্নয়ন পরিষদের সকল কমিটির নেতা কর্মী সদস্যদের কালোব্যাজ ধারণ ও সর্বত্র কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর শেরপুর কবরস্থানে পলুসহ সকল মৃত র্বক্তিদের কবর জিয়ারত এবং সন্ধ্যা ৬টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আলোচনা সভা।
সকাল ৭টায় দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন জেলা উন্নয়ন পরিষদের আইন প্রণেতা এডঃ মাহবুবুল আলম খোকন।
সন্ধ্যা ৬টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আহসান উল্লাহ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ মোঃ ওসমান গণি। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান লাভলু, এডঃ এম এ করিম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের আজীবন সদস্য আব্দুল্লাহ আল বাকী, তিতাসবার্তা’র সম্পাদক এম এম মতিন সানু।

জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সাধারণ সম্পাদক আরমান উদ্দিন পলাশ, এড. শেখ মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন, শরিফ আহমেদ খান, শামসুল আলম বাবু, আবুল হাসনাত অপু, মোঃ শাহ আলম, এজাজ আহমেদ মনির, মোঃ শামসুদ্দিন জুয়েল, কামরুজ্জামান সবুজ, ইকরাম হোসেন, আলী হায়দার ভূইয়া তুষার, এডঃ মোঃ আক্কাস আলী, কাজী হাফিজুল ইসলাম নাছু, মোঃ বশির আহম্মেদ, এস এম খাদেম হোসেন খোকন, শাহাবুর হোসেন খান অপু, আরমান উদ্দিন, নজরুল আলম, আনিসুর রহমান, ফয়েজ মিয়া, আবুল কালাম, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়া কার্জন লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফ, পৌর কমিটির সভাপতি এড. কামরুজ্জামান অপু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তৌছির। দোয়া পরিচালনা করেন কাজী মাকসুদুল আলম দেলোয়ার।

সভায় বক্তারা বলেন, জেলা আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলুসহ যারা অবদান রেখেছে তারা অবিস্মরণীয় হয়ে থাকবে। পলুর আত্মত্যাগকে মূল্যায়ন করে জেলা উন্নয়ন পরিষদ যে অনুষ্ঠান করেছে তা প্রশংসনীয়। বক্তারা আরো বলেন জেলা উন্নয়ন পরিষদের সংশ্লিষ্টদের জেলার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে শহীদ ওবায়দুর রউফ পলু’র ভাস্কর্য্য নির্মাণের দাবী জানানো হয়।প্রেস রিলিজ






Shares