Main Menu

শহর সিসি ক্যামেরা :: ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মোকতাদির চৌধুরী এমপির মতবিনিময়

+100%-

CCTVডেস্ক ২৪:: মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে ব্রাহ্মণবাড়িয়া শহরকে নিরাপত্তার প্রয়োজনে সিসি ক্যামেরা আওতাভুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, চেম্বার সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, টি. এ রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরহাদ সিদ্দিকী, জেলা জুয়েলারী ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রতন বণিক, নিউ মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ট্রাক মালিক গ্র“পের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, সড়কবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশিষ পাল, চেম্বার পরিচালক মিল্টন প্রমুখ।

সভায় সকলের মতামতের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সমগ্র শহরের নিরাপত্তার প্রয়োজনে সিসি ক্যামেরার আওয়াতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।






Shares