Main Menu

শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি পৌরবাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে::মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

20160106_103032-1ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন নির্ধারিত স্থান ছাড়া পৌরসভার যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মশা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছড়িয়ে পরে। অনেকে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জন দূর্ভোগ বাড়ে। এ সমস্ত জনদূর্ভোগ লাগভে পৌর সভার পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে। তিনি ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে ব্যক্তি ও সামাজিক উদ্দ্যেগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান। মেয়র গতকাল সকালে পাওয়ার হাউজ রোডে কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, হাজী মোঃ ইকবাল খান, মোঃ সাত্তার মিয়া, সহকারি প্রকৌশলী কাউছার আহমেদ, যুবনেতা মোঃ হাদিস মিয়া, মুরাদ হোসেন, জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মোনাজাত করা হয়।পপ্রেস রিলিজ






Shares