Main Menu

শহরে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে স্মরণকালের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

+100%-

joডেস্ক ২৪:: ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বৃগস্পতিবার সকালে সাড়ে ৬টায় মধ্যপাড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা দিয়ে দক্ষিণ কালীবাড়ীর মোড় হয়ে টি.এ রোডে এসে আনন্দময়ী কালীবাড়ী হয়ে মধ্যপাড়া রাধা মাধব মন্দিরে গিয়ে এর সমাপ্তি ঘটে। উক্ত শোভাযাত্রাটি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের স্মরণকালের জন্মাষ্টমী শোভাযাত্রায় পরিণত হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ভত্তিবৃক্ষ নামহট্ট সংঘ (ইসকন), রাধা মাধব মন্দির কমিটিসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহণ করে সুন্দর ও স্বার্থক করে তোলেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুদর্শন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন, পৌরসভার ০৫নং ওয়ার্ডের কমিশনার আবু কাউসার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রবীর কুমার দেব, সাধারণ সম্পাদক পরিতোষ রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি জহর লাল সাহা, সাংগঠনিক সম্পাদক প্রদ্যোৎ নাগ, হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বিষ্ণু পদদেব, যুব মহাজোটের কেন্দ্রীয় সহ-সভাপতি কিশোর কুমার বর্মন, হিন্দু মহাজোটের জেলার সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি মানবর্ধন পাল, ভক্তিবৃক্ষ নামহট্ট সংঘের সভাপতি সেবক পাতি গৌর হরিদাসাধিকারী, রাধা মাধব মন্দির কমিটির সভাপতি তাপস পাল, সহ-সভাপতি অরবিন্দু কর, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক প্রাণতোষ পাল, হিমাংশু সূত্রধর, জেলা আওয়ামী লীগর নির্বাহী কমিটির সদস্য খোকন আচার্য্য, লিলু পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 






Shares