Main Menu

রিপার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন প্রদশনী ও মাঠ দিবস

+100%-

ripজেলা কৃষি সম্প্রশারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের বলেছেন, যে দেশের শতকরা ৮০ভাগ কৃষক আর এই কৃষকদের উন্নয়নের মাধ্যমে এ দেশের উন্নন সম্ভব। বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ন করতে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের অবদান অনেক। বর্তমান সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক অবদান রয়েছে। এরই ধারাবাহিকতায় কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের কর্মকান্ড অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আধুনিক পদ্ধতির রিপার মেশিনের সাহায্যে ধান কর্তন করলে মাটির উর্বর ক্ষমতা ভাল থাকে। সময় কম লাগে লেবার খরচও কম হয়। এবং কোন কৃষক রিপার মেশিন ক্রয় করলে সরকার ৩০ ভাগ ভুর্তুকি দিবেন। তিনি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নাটায় পূর্বপাড়া খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্দি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আধুনিক পদ্ধতির রিপার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন ও মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলা আয়োজিত রিপার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন প্রদশনী ও মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা সদর মোছাঃ শাহানা বেগম, কৃষি প্রকৌশলী সাদমা হাসান সুরভী, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। এসময় জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম মীর। এসিআই কোম্পানীর এই রিপার মেশিনটির মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা। যন্ত্রটির প্রতি ১ বিঘা জমির ধান কর্তনে সময় লাগে ২০ মিনিট।প্রেস রিলিজ






Shares