Main Menu

রাস্তা-ড্রেনসহ সব ধরনের পৌরসম্পদ পৌরবাসীকেই রক্ষণা-বেক্ষণ করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

20151019_110013ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন দেনার দায় নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছি। ঋণগ্রস্ততার কারনে কোন দাতা সংস্থা পৌরসভায় কোন উন্নয়ন প্রজেক্ট দিতে রাজি হয়নি। নানান প্রতিকুল অবস্থায় পৌরসভার মেয়রের দায়িত্ব নিয়ে দাতা ও উন্নয়ন সংস্থার সর্ত অনুযায়ী পৌরবাসীর সহায়তার রি-এসেস্টমেন্ট সম্পন্ন করেছি। বিদুৎতের বিল ও বিএমডিএফ প্রকল্পের বকেয়া বিল পরিশোধ করেছি। তারপর বিভিন্ন দাতা সংস্থার অফিসে যোগাযোগ করে পৌরসভার উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট এনেছি। এসব প্রজেক্টের মাধ্যমে শহরে গুরুত্বপূর্ন অনেক রাস্তা ও ড্রেনের কাজ বাস্তবায়ন করা হয়েছে। যার কারনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এখন দেশের অন্যতম পৌরসভাগুলোর একটি। তিনি এসব উন্নয়ন কাজ তদারকী ও পৌরসম্পদ রক্ষণা-বেক্ষণ করতে পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।মেয়র সকালে ভাদুঘর দেওয়ারপাড়ায় দুইটি রাস্তা ও একটি ড্রেন নিার্মণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, সহকারি প্রকৌশলী কাউছার আহমেদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, জেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বাচ্চু, আব্দুল হাই ডাবলু, ইমতিয়াজ আহমেদ বাবুল, ফরিদ উদ্দিন দুলাল, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ খান, মাওঃ আবু জাবের আর মানছুর মোল্লা, সোহরাব হোসেন সুজন, কারী হাফেজ মাওঃ মতিউর রহমান, মোঃ সাহিদ মিয়া, মোঃ ইকবাল হোসেন, মোঃ আক্তার হোসেন, সাবেক মেম্বার মোঃ অব্দুল মান্নান, নোয়াব মিয়া, ইউনুছ মিয়া, আবুল কারাম, আবু সিদ্দিক, আব্দুর রাকিব ভূইয়া, মোঃ সোলেমান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ রাকিব আহমেদ, খাইরুল হাসান, সোহেল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মোনাজাত করা হয়।প্রেস রিলিজ






Shares