Main Menu

রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে হবে:জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে হবে
গতকাল সোমবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সড়ক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স ভগবান চন্দ্র পাল’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। মেসার্স ভগবান চন্দ্র পাল’র ব্যবস্থাপনা পরিচালক মলয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ চন্দ্র পাল, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুসলিম মিয়া প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অপু পাল, তাপস পাল, আব্দুল বাছেদ, ব্রিটিশ আমেরিকা টোবাকো’র টেরিটোরি অফিসার মারুফ হাসান, মেসার্স ভগবান চন্দ্র পাল’র বিজনেস ম্যানেজার মোঃ সাইফুল আলম পলাশ।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, মাহে রমজান সংযমের মাস। তাই এই মাসে আমাদের সকলেই সংযম রক্ষা করতে হবে। তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী ব্যবসাবান্ধব শহর। এই শহরে নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। শহরটি আর একটু পরিচ্ছন্ন করার জন্য আমাদের সকলে আন্তরিক হয়ে কাজ করতে হবে। আমাদের সকলে মিলেমিশে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। পবিত্র ঈদসহ সকল উৎসব সুন্দরভাবে উদযাপন করতে হবে।






Shares