Main Menu

মাদকের ব্যাপারে কারও ছাড় নেই :: ওসি সেলিম

+100%-
সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। বাংলাদেশ পুলিশও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক দমনে সবাইকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।
মাদক একটি সামাজিক সমস্যা উল্লেখ্য করে ওসি বলেন,পরিবার ও সব শিক্ষা প্রতিষ্ঠান যদি তরুণদের মধ্যে এই বোধ জাগাতে পারে- মাদক কতটুকু ক্ষতিকর, তাহলে সবাই তা বুঝতে পারবে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন আরো বলেন মাদক ও মাদক বিক্রেতা দেশ ও জাতির শত্রু। ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নিদের্শনায় মাদককারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে ইতিমধ্যে উল্লেখ্যযোগ্য সংখ্যক মাদককারবারি ও মাদক সেবীদের আটক করা হয়েছে। এ ব্যাপারে কারও ছাড় নেই।
তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করতে সমাজের আপামর জনগণকেও এগিয়ে আসতে হবে।
ব্রাহ্মণবাড়িয়াকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গণমাধ্যমের সহায়তাও কামনা করেন তিনি।
তার এ ০১৭১৩৩৭৩৭৩০ নাম্বারে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিতে জনসাধারণ কে আহবান জানান





Shares