Main Menu

মাছিহাতা ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনা ও তথ্য সংগ্রহ বিষয়ে ২টি ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত

+100%-

pavelইউজিজিপি প্রকল্পের সহযোগিতায় ১৩নং মাছিহাতা ইউনিয়ন পরিষদের ২টি ওয়ার্ডে গতকাল ২৬ আগস্ট উন্নয়ন পরিকল্পনা ও তথ্য সংগ্রহ বিষয়ক পৃথক ২টি উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আটলা খেলার মাঠে আয়োজিত ৪নং ওয়ার্ডের উন্মুক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য সোলায়মান ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল। নির্ধারিত বিষয়ে এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক উল্লেখ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য ঝর্ণা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আমিনুল হক আমিন, কৃষকলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আনু মিয়া, শাহীন সরকার প্রমুখ। সভা উপস্থাপনা করেন মাছিহাতা ইউনিয়ন পরিষদ সচিব রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশ ও জনগণের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। যা বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। তাই সরকারের এই উন্নয়নে সাড়া দিয়ে নিজ এলাকায় সার্বিক উন্নয়নে সকলেরই সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিৎ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে নেতৃত্ব দানকারী মাছিহাতা ইউনিয়নের কৃতি সন্তান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এর আগে সকালে দক্ষিণ জগৎসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ৩নং ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা ও তথ্য সংগ্রহ বিষয়ক উন্মুক্ত সভা ওয়ার্ড সদস্য সফিকুল ইসলাম আনু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিষয়ে বিভিন্ন দিক উল্লেক করে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত ইউপি সদস্য হাসনা বেগম, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান ভূঁইয়া প্রমুখ। সভায় উপস্থাপনা করেন ইউপি সচিব রেজাউল করিম। সভা ২টিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares