Main Menu

মডেল থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও প্রতিরোধ অভিযান পরিচালনা

+100%-

THANA_0ব্রাহ্মণবাড়য়িা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-পিপিএম মহোদয়ের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা ও ০৯নং কান্দিপাড়া কমিউনিটি পুলিশের উদ্যোগে কান্দিপাড়া এলাকায় আজ বেলা ১৬.০০ ঘটিকার সময় মাদক বিরোধী আলোচনা সভা ও প্রতিরোধ অভিযান পরিচালনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম এ মাসুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) জনাব শফিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাহবুব হোসেন খান, সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ, অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস ও কমিউিনিটি পুলিশের সভাপতি, সেক্রেটারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সেক্রেটারী, সংবাদিকসহ স্থানীয় জনগন। আলোচনা সভা শেষে প্রতিরোধ অভিযান পরিচালনা করে কান্দিপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মজনু (৪৫), পিতা-মৃত উলফত আলী, ২। ফজলু মিয়া (৫০), পিতা-মৃত ঐ, ৩। আঃ আজিজ (৫০), পিতা-মৃত লালু মিয়া, সর্ব সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের বাড়িতে প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। বর্ণিত মাদক ব্যবসায়ীর বাড়িতে স্থানীয় জনতা, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ অভিযানে অংশগ্রহ করে।
অভিযান পরিচালনার শুরুতে মাননীয় পুলিশ সুপার মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যে সমস্ত এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হয় সে সকল এলাকাকে চিহ্নিত করে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এলাকার লোকজনকে সাথে নিয়া প্রতিরোধ গড়ে তোলা হবে এবং যারা মাদক ব্যবসা ছেড়ে সুস্থ্য জীবনে ফিরতে চায় তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। প্রেস রিলিজ






Shares