Main Menu

ভ্রাম্যমান আদালতের অভিযান:: গ্রামীণ জেনারেল হাসপাতাল ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

+100%-

107ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টাকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

শহরের কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতাল ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও শয্যার বিপরীতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় এবং তাদের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান লুৎফুর রহমানের সনদ না থাকায় গ্রামীণ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ানের সনদ না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্যাথলজি বিভাগ সিলগালা করে দেয়া হয়।

অভিযান চলাকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল কাদির নোমান ও সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ






Shares