Main Menu

ভিটামিন এ প্লাস খাওয়া থেকে কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে দৃষ্টি রাখতে হবে —ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রাঙ্গণে ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম ভূইয়া, স্বাস্থ্য সহকারী মোঃ আবু সাঈদ প্রমুখ।

এবছর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭২টি কেন্দ্রে ৩০ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস শিশুদের রাত কানারোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি এ সময় ক্যাম্পেইন সফল করতে যে যার অবস্থানে রয়েছেন, সেখান থেকেই তাতে সহযোগিতা করার আহবান জানান।






Shares