Main Menu

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে জাতীয় পার্টি থেকে প্রতিদন্ধিতা করবেন এডঃ রেজাউল ইসলাম, মিষ্টি বিতরণ

+100%-

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোয়ন চূড়ান্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা এডঃ রেজাউল ইসলাম ভূইয়াকে সদর ও বিজয়নগর উপজেলার জাতীয় পার্টিসহ সকল অঙ্গ সংগঠনের কমিটিসমূহ গঠন/ পূর্নগঠন বা শক্তিশালী করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ও এডঃ রেজাউল ইসলাম ভূইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক এমদাদ বারী, প্রধান উপদেষ্টা আবুল বাশার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার মোল্লা, প্রচার সম্পাদক আদম খাঁ, ধর্ম বিষয়ক সম্পাদক ওসমান মির্জা, অর্থ সম্পাদক ওলি আহমেদ, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক ফারুক দস্তগীর (মাঠি ফারুক), সদস্য সচিব হাসান চৌধুরী মাষ্টার, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আয়েত উল্লাহ্, সদস্য সচিব কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ নান্নু মিয়া, সাধারণ সম্পাদক কামাল মিয়া, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, হোসেন, মাসুম, নুরজাহান প্রমুখ।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ও এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য এডঃ রেজাউল ইসলাম ভূইয়াকে উক্ত দায়িত্ব প্রদান করায় গত সোমবার বিকালে বিজয়নগর উপজেলার নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।






Shares