Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

+100%-

bgcডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আন্ত:বিভাগ ভলিবল, ব্যাটমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কলেজ মাঠে অধ্যক্ষ মো. হানিফ পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আন্ত:বিভাগ ভলিবল, ব্যাটমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতার আহবায়ক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর, শিক্ষক পরিষদের সম্পাদক হামজা মাহমুদ প্রমুখ।

bgc1
প্রতিযোগিতার আহবায়ক মো. তারিকুল ইসলাম জানান, খেলা সাত দিনব্যাপী চলবে। কলেজের মোট ১৬ টি বিভাগের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। উদ্বোধনী দিনে হিসাব বিজ্ঞান ও দর্শন বিভাগের শিক্ষার্থীরা ভলিবল খেলার প্রতিযোগিতায় অংশ নেয়।প্রতিযোগিতা শেষে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
প্রতিযোগিতার উদ্বোধনকালে কলেজের অধ্যক্ষ মো. হানিফ বলেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ ও প্রফুল্ল করে। সুস্থ মন, দেহ গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই।






Shares