Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে হাসপাতালটি। রোগীদের সুবিধার কথা বিবেচনা করে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপরে হঠাৎ করেই সাবস্টেশনে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সামনে গিয়ে দেখা যায় সাবস্টেশনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: শফিকুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকেই সাবস্টেশনে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সাবস্টেশনটি হাসপাতালের মূল ভবনের বাইরে হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুৎ বিতরণ বিভাগে জানানো হয়েছে। ত্রুটি মেরামত করলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।






Shares