Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

+100%-

শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গনতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নৈতিকতার উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১২৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার সকাল ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, জেলা প্রথামিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, অতিরিক্ত প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম.এইচ. মাহবুব আলম, মাছিহাতা ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন, আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, মোহনা টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মোঃ শাহজাদা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনির হোসেন প্রমূখ। স্টুডেন্টস কাউন্সিলে ১৪ জন প্রার্থী ৭ টি বিভাগে প্রতিদ্বন্ধিতা করেছেন। নির্বাচিত কমিটির মেয়াদ হবে ১ বছর।






Shares