Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক মো. পারভেজ মিয়া মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান। পারভেজ চিনাইর গ্রামের উত্তর পাড়ার মো. আউয়াল মিয়ার ছেলে। তাঁকে গত ৭ জুলাই নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গুলি করে দুর্বৃত্তরা।

পারভেজের চাচাতো ভাই মো. বায়েজিদ জানান, পারভেজ চিনাইর উত্তর পাড়ার জামতলী মুন্সী মার্কেটে ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন। প্রতিবেশী সিদ্দিক খন্দকারের ছেলে অনিক খন্দকার দুলাল প্রায়ই তাঁর কাছে চাঁদা দাবি করত। গত ৭ জুলাই রাতে দুলাল তার চাচাতো ভাই সজল খন্দকারকে নিয়ে এসে পারভেজের ওপর হামলা চালায়। এ সময় তাঁর ডান হাতে গুলি করে তারা। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন পারভেজের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন. পারভেজের বাবার দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে। মামলায় আসামীদের  গ্রেফতারের চেষ্টা চলছে।






Shares