Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নবীর হোসেন এর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় ও সদর হাসপাতাল রোডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের বিভিন্ন কমপ্লেক্স ভবনের সামনে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়।

এ সময় ১নং পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন বলেন, জনসাধারনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের ফুটপাতগুলোকে অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে কোন রকম সাইনবোর্ড, দোকানের মালামাল অথবা কোনরকম সরঞ্জাম রাখা যাবে না। যারাই অবৈধভাবে ফুটপাত দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শহরজুড়ে অভিযান অব্যাহত থাকবে।






Shares